রংপুরে প্রতারণার কাজে ব্যবহৃত ২শ বছরের পুরনো টেলিস্কোপ উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর গোল্ডেন টাওয়ারের আবাসিক হোটেলের ৫ম তলার ১১০ নম্বর কক্ষ থেকে টেলিস্কোপটি উদ্ধার করা হয়।
টেলিস্কোপ কেনাবেচার সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ঢাকা কাফরুলের দেওয়ান হোসেনের পুত্র রবিউল আলম, পাবনার সথিয়ার মৃত আব্দুল কাদেরে ছেলে আব্দুর রাজ্জাক, পাবনার জালাল উদ্দিনের পুত্র সামছুল হুদা, ঢাকা মিরপুরের নুরুল আমিনের পুত্র মিজানুর রহমান, পঞ্চগড়ের আব্দুল করিমের পুত্র জাহিদুল ইসলাম ও পঞ্চগড়ের রুস্তম আলীর পুত্র শাহ আলম। টেলিস্কোফটি ১৮১৮ সালের।
মেট্রোপলিটন ডিবি’র ওসি আবু সালেহ মোহাম্মদ পাঠান এ তথ্য নিশ্চিত করে জানান, ২’শ বছরের পুরনো টেলিস্কোপ কেনা-বেচা হচ্ছে এমন তথ্য পেয়ে পুলিশ গোল্ডেন টাওয়ারে অভিযান চালায়। এ সময় লাল কাপড়ে মোড়ানো একটি পিতলের টেলিস্কোপ পাওয়া যায়। যার গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ও ১৮১৮। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল