গাজীপুরের টঙ্গী পূর্ব থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ রাসেল।
গাজীপুর নগরীর টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলামের দিকনির্দেশনায়, জিএমপি অপরাধ দক্ষিণ বিভাগের উপ কমিশনার (ডিসি) তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল জিএমপি পূবাইল থানার কলেরবাজার মেঘডুবি এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে টঙ্গী থানার অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাসেল টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন