র্যালি এবং সমাবেশের মধ্য দিয়ে বরিশালে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ যুব মৈত্রী। এ উপলক্ষ্যে সংগঠনের জেলা কমিটির উদ্যোগে সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুব মৈত্রীর সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড নজরুল হক নীলু, জেলা যুব মৈত্রীর সহসভাপতি আলমগীর হোসেন মৃধা, সহ-সাধারণ সম্পাদক কুমার আকাশ, জাহিদ হোসেন খান ফারুক, রফিকুল ইসলাম এবং সোহেল রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে সকল সরকারা-বেসরকারি শূন্য পদে জনবল নিয়োগ দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্য ও সাম্প্রদায়িকতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই জোরদার করতে সরকারের কাছে দাবা জানান তারা। সমাবেশ শেষে একটি র্যালা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফকিরবাড়ি রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এএ