গাজীপুরের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক বিছানা ও রোগীদের যথাযত চিকিৎসায় পাল্টে যাচ্ছে সেবার মান। প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন বিনামূল্যে। বর্তমানে হাসপাতালে কিছু মেডিকেল অফিসার ও চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এই শূন্যতা পূরণ হলে শতভাগ সেবা পাবে সাধারণ রোগীরা, এমনটাই প্রত্যাশা কর্তৃপক্ষের।
সরেজমিন ঘূরে জানা যায়, রাজধানীর সন্নিকটে টঙ্গী স্টেশনরোড এলাকায় অবস্থিত ২৫০ শয্যা টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল। স্বল্প আয়ের মানুষের একমাত্র অবলম্বন এই হাসপাতাল। হাসপাতালে পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক বিছানা ও রোগীদের যথাযত চিকিৎসায় পাল্টে যাচ্ছে সেবার মান। প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন বিনামূল্যে। রোগীদের সেবার মান আরো বৃদ্ধির লক্ষে সম্প্রতি আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশন এর পক্ষ থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল’এমপি ১৮টি আধুনিক হসপিটাল বেড উপহার দেন। আধুনিক হসপিটাল বেড সংবলিত কেবিন ইতোমধ্যে চালু হয়েছে। এই কেবিনে যে কোন সাধারণ রোগী ৩২৫টাকা সরকারি-ফি’র মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে রাখা হয়েছে এসব কেবিন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, আধুনিক হসপিটাল বেড থাকায় রোগীরা হাসপাতালে ভর্তি থাকবে। এবং মনোরম পরিবেশে সেবা নিবে। তবে পর্যাপ্ত চিকিৎসকের অভাবে রোগীরা সেবা পাচ্ছে না। এসব বিষয়ে কর্তৃপক্ষকে নজর দিতে হবে। এছাড়া হাসপাতালে খাবারের মান আরো বৃদ্ধি করতে হবে। এবিষয়ে হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম বলেন, মন্ত্রী মহোদয়ের দেয়া আধূনিক হসপিটাল বেড ইতোমধ্যে চালু হয়েছে। মানুষ সেবা পাচ্ছে। বর্তমানে হাসপাতালে কিছু চিকিৎসকের অভাব রয়েছে, তাছাড়া কোনো সমস্যা নেই।এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, এই হাসপাতালটি আমার বাবার নামে। তাই হাসপাতালে আসা রোগীদের সেবার মান বৃদ্ধির লক্ষে আমি ১৮টি আধুনিক হসপিটাল বেড উপহার হিসেবে প্রদান করি। আধুনিক হসপিটাল বেড সংবলিত কেবিন ইতোমধ্যে চালু হয়েছে। এই কেবিন যে কোন সাধারণ রোগী ব্যবহার করতে পারবেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য কিছু কেবিন সংরক্ষিত রাখা হয়েছে। তারা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আগামী দিনেও আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে এই হাসপাতালে।
বিডি প্রতিদিন/হিমেল