হবিগঞ্জের চুনারুঘাটে বড়ঝুম গ্রামে সালিশের নামে এক নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে মহিলা পরিষদ। সংগঠনের বরিশাল জেলা শাখা আয়োজিত মানববন্ধনে অভিযুক্তদের কঠোর বিচারের দাবি জানানো হয়।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সহসভাপতি অধ্যাপক শাহ সাজেদা।
বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, প্রতীমা সরকার ও শিউলী সরকারসহ অন্যরা। বক্তারা সালিশের নামে নারীকে বেত্রাঘাত এবং তার উপর পাথর নিক্ষেপকারীদের কঠোর বিচার দাবি করেন।
বিডি প্রতিদিন/এমআই