সরকারি যাকাত ফান্ড যত শক্তিশালী হবে, দারিদ্র্য নিরসন তত সহজ হবে। যাকাত ব্যবস্থাপনাকে সুন্দর করে তুলতে বর্তমান সরকার যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন করেছে এবং সরকারি যাকাত ফান্ডের অর্থ যথাযথ পদ্ধতিতে ইসলামি শরিয়া মোতাবেক ব্যয় করা হয়।
রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তরা এসব কথা বলেন।
মঙ্গলবার বিভাগীয় কমিশনারের সভা কক্ষে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ইসলামিক ফাউন্ডেশনর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আব্দুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মাহবুব আলম।
ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. শাহজাহান, ইসলামিক ফাউন্ডেশনের আট জেলার উপ-পরিচালক, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ, ইমাম খতিবরা। সেমিনারে প্রবন্ধ পাঠ উপস্থাপন করেন মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ।
বিডি প্রতিদিন/এমআই