বরিশালের হিজলা উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরকারি উফশী আউশ ধানের বীজ ও সার প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মাঠে কৃষকের মাঝে খরিপ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক শাজাহান তালুকদার, ভাইস-চেয়ারম্যান মো. আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ নাজমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আল আজাদ জনিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, খরিপ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর হিজলা উপজেলায় ১ হাজার প্রান্তিক কৃষকের মাঝে সরকারি বীজ ও সার দেয়া হচ্ছে।
এদিকে একই অনুষ্ঠানে হরিনাথপুর ইউনিয়নের আবুপুর গ্রামে সম্প্রতি পুড়ে যাওয়া সাতটি ঘর মালিকের হাতে ২ বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৬ হাজার করে টাকা সহায়তা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই