১৪ এপ্রিল, ২০২৩ ১৯:৫৭

যাত্রাবাড়ীতে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

যাত্রাবাড়ীতে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী নূর কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হাজী তুহিনুর রহমান নূরুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির সম্মেলন পস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসিহ। 

ইফতার মাহফিলপূর্বক এক আলোচনা সভায় গোলাম মসিহ বলেন, জাতীয় নির্বাচন সন্নিকটে। জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাস করে। তাই নির্বাচনকে সামনে রেখে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক এএসএম আলম, এমএ গোফরান, ইকবাল হোসেন রাজু, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, আজিজ চৌধুরী, ইস্রাফিল হোসেন, মহানগর উত্তরের জহির উদ্দিন জহির, মহিলা নেত্রী শারমিন পারভিন লিজা প্রমুখ।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর