৪ জুন, ২০২৩ ২২:৩৮

বাজেট ইতিবাচক হলেও চ্যালেঞ্জিং : সুপ্রিম পার্টি

নিজস্ব প্রতিবেদক

বাজেট ইতিবাচক হলেও চ্যালেঞ্জিং : সুপ্রিম পার্টি

বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেছেন, প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়েছে এবং দেশীয় শিল্পের সুরক্ষা ও প্রসার বিবেচিত হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতকে গুরুত্ব দিয়ে ৮০ হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া কৃষি খাতে যন্ত্রপাতিতে কর ছাড় ও ভর্তুকি রাখা হয়েছে। 

আজ রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম পার্টি বাজেটকে ইতিবাচক বলে মন্তব্য করা হয়। বলা হয়, বাজেট ঘাটতি পূরণে দেশীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে। এমনিতেই দেশের ব্যাংক খাত চাপে রয়েছে। বিদেশি ঋণের বোঝাও বাড়তে পারে। খেলাপি ঋণ মাত্রাতিরিক্ত। বাজেটের ঘাটতি পূরণে ব্যাংক খাত বড় পরিমাণ অর্থ দিলে বিনিয়োগ হ্রাস পেতে পারে। রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জিং। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর