৯ জুন, ২০২৩ ২১:১২

নির্বাচনে জিতিয়ে দেওয়ার জন্য টাকা দাবি প্রতারক চক্রের, সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নির্বাচনে জিতিয়ে দেওয়ার জন্য টাকা দাবি প্রতারক চক্রের, সতর্ক থাকার আহ্বান

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জিতিয়ে দেওয়ার প্রলোভন দিয়ে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটি প্রতারক চক্র একজন নির্বাচন কমিশনারে নাম ভাঙিয়ে এই অপচেষ্টা শুরু করেছে। এজন্য তার ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ নম্বর খোলা হয়েছে। তাই এই ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন।

শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- 'আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী, কর্মী, সমর্থকসহ নগরবাসীকে অবহিত করা যাচ্ছে যে, গত ৮ জুন সকাল ৭টা ৯ মিনিটে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খানের (অব.) ছবি ব্যবহার করে মোবাইল ফোনে (হোয়াটসঅ্যাপ) একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে ফোন করে নির্বাচনে জিতিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আর্থিক সুবিধা দাবি করেছে। এছাড়াও প্রতারকচক্র এ ধরনের কার্যক্রম দ্বারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এমন কার্যক্রম অনভিপ্রেত। যার সঙ্গে নির্বাচন কমিশন এমনকি নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কোনোভাবেই জড়িত নন। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ করা হলো। এ ধরনের কার্যক্রমে যুক্ত দুষ্কৃতিকারীকে ধরিয়ে দেওয়ার অথবা এ সংক্রান্ত কোনো তথ্য কারও কাছে থাকলে তা রিটার্নিং অফিসারকে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে'।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর