বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর সৈয়দ আমিরুজ্জামান রিপনের ৩০ মাসের সম্মানী ভাতা আটকে রাখার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।
সরকারিভাবে বরাদ্দকৃত সামাজিক নিরাপত্তা কর্মসূচির যাবতীয় বরাদ্দও দেয়া হচ্ছে না ওই ওয়ার্ডের জনসাধারণকে। জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেও এ বিষয়ে প্রতিকার পাননি তিনি। এমনকি জেলা আওয়ামী লীগের সভাপতির মৌখিক নির্দেশের পরও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া ওয়ার্ড কাউন্সিলর হিসেবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ভাতা দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
বিডি প্রতিদিন/আরাফাত