২৩ জুলাই, ২০২৩ ১৪:৫৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে খুন: ডিবি

অনলাইন ডেস্ক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে খুন: ডিবি

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, রাজধানীর শাহজাহানপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে হত্যা করা হয়েছে। গ্রেফতার হাবিব ও শাহজালাল নামে দুই ব্যক্তি এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। স্থানীয় এলাকার বাজার ও ফুটপাতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শাহজালালের সঙ্গে আধিপত্য কেন্দ্রিক বিস্তারের বিরোধ হয় রুবেলের।

আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। 

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহজালাল ও নিবির নামে দুই ব্যক্তি। দু’জনই স্থানীয় এলাকার চাঁদাবাজ। শাহজালালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টির ওপরে মামলা রয়েছে। স্থানীয় এলাকার ফুটপাত ও বাজারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রুবেলের সঙ্গে বিরোধ হয় নিবির ও শাহজালাল।

এদিকে, যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হল- হাবিব আহসান (২২), আলিফ হোসাইন (২১), রবিউল সানি (২১), মেহেদী হাসান (১৯), মো. শাহজালাল (৩৭), রফিকুল ইসলাম (৩৮), নুর আলম (৪২) ও সুমন মীর (২৮)।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর