বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর নতুনবাজার এলাকা থেকে পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের উদ্যোগে এই মিছিল বের হয়।
পাক পাঞ্জাতন পরিষদের সভাপতি মো. বাদশা ফকিরের নেতৃত্বে বাদ্য বাজনার তালে তালে ফেস্টুন, কালো ও বিভিন্ন রঙের পতাকা নিয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইয়া হাসান, ইয়া হোসেন’ বলে শ্লোগান দেয়। মিছিলের শুরুতে একটি বর্ণাঢ্য তাজিয়া উপস্থাপন করা হয়। মিছিলের সামনে এবং পেছনে ছিলো বিপুল সংখ্যক পুলিশ। বর্ণাঢ্য তাজিয়া মিছিলটি দেখতে সড়কের দুই পাশে ভিড় করে বহু উৎসুক মানুষ।বিডি প্রতিদিন/হিমেল