বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
রবিবার ইউট্যাবের এক বিবৃতিতে এতথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান চিরনিদ্রায় শায়িত আছেন তার প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে। বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তার উদ্যোগ স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। মসজিদ-মাদরাসা ও এতিমখানা নির্মাণের পাশাপাশি তিনি মানবতার সেবায় গড়ে তুলেছেন অসংখ্য প্রতিষ্ঠান। সেই মানুষটির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। মহান আল্লাহ তাকে বেহেশত দান করুন এই দোয়া করি।৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, সমাধি প্রাঙ্গণে তার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হবে কোরআন খতম ও বিশেষ মোনাজাত। দিনটি উপলক্ষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ‘মাহবুব ভবন’ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে ও বিদেশে যেসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আমরা তার সার্বিক সাফল্য কামনা করছি।
বিডি প্রতিদিন/এমআই