১৬ আগস্ট, ২০২৩ ১৪:৪৫

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের জামে মসজিদ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের জামে মসজিদ উদ্বোধন

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের জামে মসজিদ

গতকাল ১৫ আগস্ট জোহরের নামাজ আদায়ের মধ্যে দিয়ে উদ্বোধন হলো গাজীপুরের সিনবাহ উপজেলা সড়ক সংলগ্ন ‘ইমামুল কবীর জামে মসজিদ’। এরপর অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন।

অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ তানভীর আহমেদ এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের ও অন্যান্য অঙ্গ-প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২ বিঘা জমিতে নির্মিত এই মসজিদে ৬ শতাধিক মুসল্লি একসঙ্গে সালাত আদায় করতে পারবে। সম্পূর্ণ তাপ নিয়ন্ত্রিত এই মসজিদে অত্যন্ত প্রশস্ত ও উন্নত অজু খানা ও এস্তেঞ্জার খানার (টয়লেট) সুব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর