১৭ আগস্ট, ২০২৩ ১৩:২৭

রাজশাহীতে হেলমেট ছাড়া বাইক চলবে না: আরএমপি কমিশনার

অনলাইন ডেস্ক

রাজশাহীতে হেলমেট ছাড়া বাইক চলবে না: আরএমপি কমিশনার

রাজশাহী মহানগরীতে হেলমেট ছাড়া কোন মোটরসাইকেল চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

বুধবার পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ট্রাফিক আইন প্রতিপালন সংক্রান্ত চালক ও অভিভাবকদের সচেতনা সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, আপনার ও আপনার সন্তানদের চলাচল নির্বিঘ্ন ও চলাচল নিরাপদ করতে এই কার্যক্রম শুরু করেছি। পুলিশ সমাজের একমাত্র পরিবর্তন করার কেউ না। পরিবার ও বিশেষ করে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

অভিভাবকদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, আপনার সন্তানদের ১৮ বছরের আগে মোটরসাইকেল কিনে দিচ্ছেন তা ঠিক না। হেলমেট ছাড়া বেপরোয়া গাড়ি চালাচ্ছে তা ঠিক না। আপনার সন্তানদের জন্য আপনাদের মায়া থাকতে হবে। রেজিষ্ট্রেশন ছাড়াও সড়কে মোটরসাইকেল না চালাতে দেওয়ার কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার অনিবার্ন চাকমাসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর