রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার বধ্যভূমি এলাকায় ইন্টারনেটের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. মোশারফ হোসেন (২৩)।
অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোশারফকে হাসপাতালে নেওয়া তার সহকর্মী আল-আমিন সংবাদমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি এলাকায় ইন্টারনেটের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে যায় মোশারফ।
তিনি জানান, মোশারফ ফেনী জেলার দাগনভূঞা থানার মো. বেলাল হোসেনের ছেলে। তিনি রায়ের বাজার আজিজ খান মার্কেটে এলাকায় থাকতেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ