কর্মসংস্থান এবং দ্রুত নিয়োগ প্রদানসহ ৪ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস্) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই মানববন্ধন করে তারা।
৪ দফা দাবি হল ইন্টার্নশিপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ্ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃস্টি এবং দ্রুত নিয়োগ প্রদান এবং বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ম্যাটস্ শিক্ষার্থী মাসুম বিল্লাহ, মো. শামীম, আবু রায়হান, মিরাজ হোসেন ও আকাশ মাহমুদ।
মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থী মো. আকাশ জানান, ১৯৭৩ সালে ম্যাটসে প্রস্তাবিত উচ্চশিক্ষা আজও বাস্তবায়ন হয়নি। উল্টো নীতিনির্ধারণী কর্তৃপক্ষ ১ বছরের ইন্টার্নশিপ বাতিল করে ডিপ্লোমা কারিকুলাম প্রকাশ করেছে।
বিডি প্রতিদিন/এএ