বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই সরকারের সময় আর এক মাস। তারা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, তাই পাহারাদার হিসেবে বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব পালন করতে হবে।
শুক্রবার জাতীয়তাবাদী সমবায় দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন দুলু।
দুলু বলেন, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বইয়ে লিখে গেছেন, ২০০৮ সালে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। ২০০৮ সালের নির্বাচনের পর ২০১৪ সালের নির্বাচনকে বললো নিয়ম রক্ষার নির্বাচন। ১৫৪টা আসনে নির্বাচনে না করে তারা ক্ষমতায় গেল। ২০১৮ সালে তারা বিএনপিকে আশ্বস্ত করলো, নিরপেক্ষ নির্বাচন করা হবে। কোনো মামলা দেওয়া হবে না। কিন্তু আলোচনার পর কি হলো? মামলা দেওয়া শুরু হলো। বিএনপি নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারলো না। তাই বর্তমান সরকারের বিরুদ্ধে সবাই ঐক্যবব্ধ হয়েছে।
নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, সমবায় দলের বিভাগীয় সমন্বয়কারী মোকাম্মেল কবির।
বিডি-প্রতিদিন/বাজিত