রাজধানীর পল্টনের শান্তিনগর ও কদমতলীর পলাশপুর এলাকা থেকে নারীসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মো. খালিদুজ্জামান এবং নাজমুন নাহার সাথী। তাদের মধ্যে খালেকুজ্জামান মুন্সিগঞ্জ সদর জেলার আব্দুল মোমেনের ছেলে। পল্টনের শান্তিনগরে বাসবাস করতেন তিনি। আর সাথী কদমতলীর পলাশপুর এলাকায় বসবাস করতেন।
খালেকুজ্জামানের খালাতো ভাই তোফায়েল আহমেদ গণমাধ্যমে বলেন, আমার ভাই কিছু করতেন না, বাসায় থাকতেন। তার মা অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। উপায় না পেয়ে গতরাতে নিজ রুমে আত্মহত্যা করেন। খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে রাজধানীর কদমতলীর পলাশপুর এলাকার একটি বাসা থেকে নাজমুল নাহার সাথী নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তার ভাই আব্দুল লতিফ গণমাধ্যমে জানান, সাথীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন। বোনের আত্মহত্যার বিষয়ে সন্দেহ প্রকাশ করে আব্দুল লতিফ জানান, আমরা মৃত্যুর সঠিক তদন্ত চাই।
বিডি প্রতিদিন/এএ