ইন্টেরিয়র ডিজাইনের যাবতীয় সমাধান এক ছাদের নিচে নিয়ে এসেছে ইনোভেটিভ ট্রেডিং। শনিবার রাজধানীর বারিধারা এলাকায় ইনোভেটিভ ট্রেডিংয়ের কর্পোরেট অফিসের যাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।
তিনি বলেন, বাংলাদেশে ফার্নিচার সেক্টর দিন দিন বাড়ছে। তরুণ উদ্যোক্তারা এই সেক্টরে নতুন নতুন বিনিয়োগ করছে। বর্তমানে ফার্নিচার ইন্ডাস্ট্রি প্রায় ৩০ হাজার কোটি টাকার বাজার রয়েছে। দেশের সীমানা অতিক্রম করে বিদেশেও ফার্নিচার রপ্তানি হচ্ছে।
ইনোভেটিভ ট্রেডিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, আমরা কাঠের উপরের আবরণ নিয়ে কাজ করি। ফার্নিচার ইন্ডাস্ট্রির পেইন্টিং এবং পাকিজিং ইন্ডাস্ট্রি জন্য কাচামাল সরবরাহ করে থাকি। দেশের বড় বড় ফার্নিচার প্রতিষ্ঠানগুলি আমাদের মূল ক্রেতা।বিডি প্রতিদিন/হিমেল