২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:০০

অনুমতি মিলেনি, আমিনবাজারে বিএনপির আজকের সমাবেশ স্থগিত

অনলাইন ডেস্ক

অনুমতি মিলেনি, আমিনবাজারে বিএনপির আজকের সমাবেশ স্থগিত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে সাভারের আমিনবাজারে হতে যাওয়া সমাবেশের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলটি তাদের সমাবেশ স্থগিত করেছে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় গণমাধ্যমকে বলেন, আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার একইস্থানে আমরা সমাবেশটি করবো।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ার ফলে আজকের ঘোষিত সমাবেশ ঢাকা জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক স্থগিত করেছেন। আজ বিকাল ৩টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসে ঢাকা জেলা বিএনপির নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নেবেন আগামীকাল কোথায় কখন সমাবেশ করবেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর