২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০২

জুরাইনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

অনলাইন ডেস্ক

জুরাইনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলির জুরাইনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জুরাইন মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম ইসমাইল হোসেন (২০)। গুরুতর আহত অবস্থায় রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। 

ইসমাইলকে হাসপাতালে নিয়ে আসেন তার বন্ধু মেহেদী হাসান ও শরিফুল। তারা জানায়, ইসমাইল বিকাশের কর্মী। রাতে কাজ শেষে মাদ্রাসা রোড থেকে হেঁটে খন্দকার রোডের বাসায় ফিরছিলেন। তখন পাঁচ থেকে ছয় জন তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কেড়ে নেয় নগদ টাকা। মোবাইল ফোন নেওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর