১৬ অক্টোবর, ২০২৩ ১৮:৫৩

‘প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি’ দেখিয়ে প্রতারণা : আসামি সজীব রিমান্ডে

আদালত প্রতিবেদক

‘প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি’ দেখিয়ে প্রতারণা : আসামি সজীব রিমান্ডে

প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের ছবি কারসাজি করে মানুষের সাথে প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাত করার মামলায় সাইফুল ইসলাম সজীব নামে একজনকে দুইদিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ শেখ সাদী রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে হাতিরঝিল থানার পুলিশ আসামিকে আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। এসময় আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে দুইদিন রিমান্ড দেন।

তার আগে আসামি সজীব হাইকোর্টের নির্দেশে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।  

রিমান্ড শুনানিতে বলা হয়, আসামি রামপুরা এলাকায় তার নিজের একটি অফিস ঘর বানিয়ে সেখানে প্রধানমন্ত্রীর ছবির সাথে কারসাজি করে নিজের ছবি পাশে বসিয়ে দেয়ালে টাঙিয়ে অনৈতিক  ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। প্রকৃতপক্ষে সেখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই। আসামি তার অফিসে লোকজন ডেকে এনে প্রধানমন্ত্রীর সাথে তার ছবি দেখিয়ে বিশ্বাস স্থাপন করে সহজ সরল লোকজনদের ধোঁকা দিয়ে ব্যাংক থেকে লোন করিয়ে দেওয়ার কথা বলেন। এরপর কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। তাই কী কারণে এ ধরনের কর্মকাণ্ড করছে  এবং এ আসামির সাথে অন্য কারা জড়িত আছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 

এর আগে রাজধানীর হাতিরঝিল এলকার নুরুল আমিন ভূঁইয়ার ছেলে তৌহিদুল ইসলাম বাদী হয়ে ওই মামলা করেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর