যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশ বিদেশী আগত মুসল্লিদের সেবায় টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের চারপাশে তৃতীয় তলা বিশিষ্ট ৩১টি ভবন নির্মাণ করা হয়েছে। যেখানে হাজার হাজার মুসল্লি একসাথে টয়লেট করতে পারবে। সেই আগের দিনের মত এখন আর দুর্ভোগ পোহাতে হয় না। শুধু এটা নয় সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে অগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।
রবিবার বিকালে টঙ্গী নিউ মেঘনা টেক্সটাইল মিলস লি. প্রাঙ্গণে প্রয়াত এমপি শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টারের ৭৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ জাহিদ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, টঙ্গী সরকারি কলেজ অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নিউ মেঘনা টেক্সটাইল মিলস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: সালাউদ্দিন, স্থানীয় কাউন্সিলর নুরুল ইসলাম নুরু প্রমুখ।বিডি প্রতিদিন/হিমেল