ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোকদম আলী (৫০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তার বন্দি নম্বর কয়েদী নং-৮৭৩৬/এ। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোলাই বাংগা বাজার এলাকার দারোগ আলীর ছেলে মোকদম।
রবিবার রাত সাড়ে ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৭ নভেম্বর রাতে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি দেন।
তার মৃত্যুর সনদপত্রে কারণ হিসেবে Aspiration preumonia with acutr resident উল্লেখ রয়েছে।
সত্যতা নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, উক্ত বন্দীকে অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য গত ১০ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। তিনি CVD with RSH রোগে আক্রান্ত ছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন