১ ডিসেম্বর, ২০২৩ ১৯:৪২

কালীগঞ্জে গণহত্যা দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধা

গাজীপুর প্রতিনিধি

কালীগঞ্জে গণহত্যা দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধা

গাজীপুরের কালীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের ন্যাশনাল জুট মিলে অবস্থিত শহীদ স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।

এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওখিং মে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া ও নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম প্রমুখ।

পরে শহীদদের স্মরণে ন্যাশনাল জুট মিল সংলগ্ন জামে মসজিদের ইমামের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১ ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধচলাকালীন গাজীপুরের কালীগঞ্জে ন্যাশনাল জুট মিলের ভেতরে কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধা সহযোগীসহ ১০৬ জন বাঙালিকে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হানাদার বাহিনী। প্রতি বছর ১ ডিসেম্বর এলে ওই শহীদের স্মরণে গণহত্যা দিবস পালিত হয়।

ন্যাশনাল জুট মিল কর্তৃপক্ষ গণহত্যার শিকার শহীদদের স্মৃতি রক্ষার্থে ‘শহীদের স্মরণে ১৯৭১’ নামক একটি শহীদ মিনার নির্মাণ করেন। শহীদের গণকবরের পাশে একটি পাকা মসজিদ নির্মাণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর