রাজধানীর ডেমরা মীরপাড়া এলাকায় বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে প্রবাসীসহ পাঁচ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে তারা বিমানবন্দর থেকে বাড়ি ফিরার পথে এ দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছেন আহতরা।
আহতরা হলেন সৌদি প্রবাসী শহিদুল ইসলাম (৪৫), তার ছেলে সাইফুল ইসলাম (২০), ইমরান (৩০), মামুন (২৭) ও মাইক্রোবাস চালক আলামিন (৩৫)।
এদের মধ্যে সাইফুলের অবস্থা গুরুতর। আহতরা সকলেই মাইক্রোবাসের যাত্রী। এবং নিকট আত্মীয়-স্বজন।
সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো: রাজু আহামেদ বলেন, আহতদের
চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি তার লাইনেই ছিল, বিপরীত দিক থেকে মাইক্রোবাসটি গিয়ে বাসের সামনে আঘাত করে। তিনি ধারণা করছেন, হয়তো মাইক্রোবাসের চালক ঘুমের চোখে ছিল। আমরা বাস ও মাইক্রোবাস দুটিই জব্দ করেছি।
বিডি প্রতিদিন/এএ