কুমিল্লায় রিটার্নিং অফিসারের সামনে কুমিল্লা-৬ সদর আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এমপি আঞ্জুম সুলতানা সীমা ও আওয়ামী লীগের প্রার্থী এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সমর্থকের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।
সোমবার কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।
প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে সীমার সমর্থক অ্যাড. গোলাম ফারুক রিটার্নিং অফিসারকে বলেন, প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আমাদের চাওয়া হলো, আমরা যেন নির্বাচনের দিন কোনো অসহায়ত্ব বোধ না করি।
এ বিষয়ে রিটার্নিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, এটির কোন সুযোগ নেই।
অফিসারের কথা শেষ হতেই কুমিল্লা সদর আসনের নৌকা প্রতীকের সমর্থক আতিক উল্লাহ খোকন বলেন, এমন হবে না।
এ সময় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘গত নির্বাচনে কুমিল্লার মানুষ দেখছে। এখানে হইছে। বিগত দিনে হইছে। ফালতু কথা বলবেন না। যেটা হয়ে আসছে, সেটা হবে না কেন? সে মন্তব্য করলো কী? প্রত্যেকটা কথার জবাব দেওয়া হবে। সাবধানে কথা বলেন।’
বাকবিতণ্ডা চলাকালীন সম্মেলনের কক্ষ ত্যাগ করেন রিটার্নিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান।
রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, আজ থেকে প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাতে হবে। কোনো কর্মী যেন আবেগে কোনো কাজ না করে।
প্রসঙ্গত, কুমিল্লার ১১টি আসনে প্রতিদ্বন্দ্বী মোট প্রার্থীর সংখ্যা ৮৮ জন। জেলায় মোট ১২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত