বাংলাদেশের একমাত্র ট্রাফিক পুলিশের স্পেশালাইজড ট্রেনিং সেন্টার টিডিএসের সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় অফিস কার্যালয়ের মাঠে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) এর কমান্ড্যান্ট (ডিআইজি) মো. মইনুল ইসলাম প্রধান অতিথি হিসাবে এসব বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গেন্ডারিয়া থানাধীন মিলব্যারাকে গরীব অসহায় দুস্থ কর্মহীন প্রায় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মো. মোসলে্হ উদ্দিন আহমদ (অতিরিক্ত ডিআইজি), মোহাম্মদ আব্দুল হালিম (অতিরিক্ত ডিআইজি) ট্রেনিং, মো. কামরুজ্জামান (পুলিশ সুপার, ট্রেনিং), মো. মুজিবুর রহমান মজুমদারসহ (অতিরিক্ত পুলিশ সুপার) ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল ঢাকার অন্যান্য অফিসারবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল