বরিশালের বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকের পিতা সমাজসেবক আলহাজ্ব ডাক্তার মোতাহার উদ্দিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন)।
মৃত্যুকালে তিনি এক ছেলে, পাঁচ মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর বানারীপাড়া হাই স্কুল মাঠে প্রথম ও বাদ মাগরিব উপজেলার উত্তর নাজিরপুর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়।
জানাজায় মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মাহাবুব উদ্দীন আহম্মেদ বীর বিক্রম, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গির হোসেন, শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ মিলন, বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম, স্বরূপকাঠি থানার ওসি গোলাম সরোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।
বিডি প্রতিদিন/আরাফাত