বিএনপির অসহযোগ আন্দোলনের ডাকের বিষয়ে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের যুগ্ম-কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেছেন, বাসে অগ্নিসংযোগ করে মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার ডিএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে বিপ্লব কুমার বলেন, রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে পুলিশের কোনো বক্তব্য নেই। কেউ যদি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে মানুষের জীবন হানির চেষ্টা করে, জীবনযাত্রা বাধাগ্রস্ত করে, বাসে অগ্নিসংযোগ করে মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, অসহযোগ আন্দোলন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে অসহযোগ আন্দোলনের নামে আগুন দেওয়ায় চেষ্টা করলে, রেল লাইন উপড়ে ফেললে কিংবা নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যে এ ধরনের কাজ করবে তাকে আইনের আওতায় এনে বিধান অনুযায়ী যত ধরনের শাস্তির ব্যবস্থা নেওয়া যায় তা নেওয়া হবে, এ ক্ষেত্রে বিন্দুমাত্র দ্বিধাবোধ করা হবে না।
বিডি-প্রতিদিন/শফিক