রাজশাহীতে সকাল থেকে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
বুধবার বিকেলে প্রচারণায় নামেন রাজশাহী-২ আসনের ১৪ দলীয় জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা।
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে আগামী দিনে দৃশ্যমান শিক্ষানগরী থেকে স্মার্ট নগরী গড়তে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান ফজলে হোসেন বাদশা।
বিকেলে নগরীর কোর্ট অঞ্চলের হড়গ্রাম বাজার থেকে শুরু করে কোর্ট স্টেশন পর্যন্ত গণসংযোগকালে জনসাধারণের প্রতি এই আহ্বান জানান তিনি।
রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের পারিশো দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেন। ওই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী শামসুজ্জোহা বাবু গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ পবা উপজেলার হুজরিপাড়া ইউনিয়নের শিশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দিয়ে নৌকায় ভোট চান।
রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রচারণা চালান বাঘা উপজেলার বাউশা ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এ সময় তিনি দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে শেখ হাসিনার নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/বাজিত