সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, দল বদল আমার সাংবিধানিক অধিকার। সংবিধানের কোথাও দল বদল করা যাবে না, এমনটা বলা নেই। শের ই বাংলাও বহুবার দল বদল করেছেন দেশের স্বার্থে।’
বুধবার রাতে বরিশাল নগরীর পেশকার বাড়ি এলাকায় রাজাপুর-কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং তৃনমূল জনপ্রতিনিধিদের সাথে এক বৈঠকে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর উপস্থিতিতে তারই বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শাহজাহান ওমর বলেন, আমার এলাকায় আওয়ামী লীগ ছাড়া কোনো দল থাকবে না। আমি জয় বাংলার লোক। সবাইকে নিয়ে আওয়ামী লীগে এসেছি। কিছু নাবালক আছে, এখনো আসেনি। তাদের কীভাবে আনতে হয় তা আমার জানা আছে, তারাও এসে পড়বে।
একই সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শাহজাহান ওমর যোগদান করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমু বলেন, বিএনপির ডাকা অবরোধ হরতালে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ