রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. বায়জিদ (২০) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারী) সকাল আনুমানিক সাড়ে ৯ টা দিকে এ ঘটনা ঘটে।
বায়জিদ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মমিনপুর জঙ্গরা গ্রামের আবু সাঈদের ছেলে। বর্তমানে নির্মাণাধীন ভবনেই থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াসিন গাজী। নির্মাণ কাজ করার সময়ে চতুর্থ তলা থেকে পড়ে, হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। মৃতদেহটি হাসপাতাল মর্গে রয়েছে।
মৃতের বড় ভাই মো: শাহিন সহকর্মীদের বরাদ দিয়ে বলেন, বাড্ডা আফতাবনগর বটতলা এইচ ব্লক এলাকায় একটি নির্মাণাধীন সাত তলা ভবনের চতুর্থ তলায় সাটারিংয়ের কাঠ খোলার সময়ে তিনি নিচে পড়ে যান। আহত অবস্থায় সহকর্মী শাহিনুরসহ কয়েকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে সকাল সাড়ে ১০ টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
তিন ভাই দুই বোনের মধ্যে সে ছিল চতুর্থ। তার বাবা ফল বিক্রেতা।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        