১৪ জানুয়ারি, ২০২৪ ২১:৪৭

সাকরাইনের উল্লাসে মাতোয়ারা পুরান ঢাকা

জবি প্রতিনিধি

সাকরাইনের উল্লাসে মাতোয়ারা পুরান ঢাকা

সাকরাইন উৎসবের উল্লাসে মাতোয়ারা হয়ে উঠেছে পুরান ঢাকাবাসী। সকাল থেকেই ঘুড়ি কাটাকাটির খেলায় মেতে উঠলেও বিকালে গড়িয়ে সন্ধ্যায় লাল-নীল আলোকসজ্জার সাথে আতশবাজির ঝলকানিতে ছেয়ে গেছে পুরো পুরান ঢাকার আকাশ। 

রবিবার সন্ধ্যায় পুরো পুরান ঢাকার বাসা বাড়ির ছাদগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে। পুরান ঢাকা ঘুরে দেখা যায়, সাকরাইন উৎসব উপলক্ষে সব বয়সী তরুণ-তরুণীরা সন্ধ্যার পরে মেতে উঠেছে আধুনিক যুগের ডিজে পার্টির তালের সাথে চোখ ধাঁধানো লাইটিং ও আতশবাজি ফোটানোর মধ্যে দিয়ে উদযাপন করছে সাকরাইন। 

বিশেষ করে পুরান ঢাকার নারিন্দা, সূত্রাপুর, গেন্ডারিয়া ধূপখোলা, কলতা বাজার, রায়সাহেব বাজার, দোলাইখাল, টং মার্কেট, লক্ষ্মীবাজার, বাংলাবাজারসহ আশেপাশে সমস্ত এলাকাজুড়ে সাকরাইন উৎসবের আমেজে মাতোয়ারা হয়ে উঠেছে সব শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও সাকরাইন উদযাপন করতে ছুটে এসেছে নতুন ঢাকার বাসিন্দারা। গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরাসহ বিভিন্ন এলাকা থেকে পরিবার-পরিজন নিয়ে কেউ আত্মীয়-স্বজন কেউবা বন্ধু-বান্ধব কেউ আবার অন্যের বাড়ির ছাদে সাকরাইন উৎসবে সামিল হতে এসেছেন। 

সাকরাইনের শুরুতে শীতের সকালের কুয়াশাচ্ছন্ন আকাশকে বেদ করে বাড়ির ছোটবড় সকলে মিলে ঘুড়ি উৎসবের সবচেয়ে আনন্দের মুহুর্ত ঘুড়ি কাটাকাটির খেলায় মেতে উঠে। এরপরই বাড়িতে বাড়িতে চলে শীতের নানা রকম পিঠা বানানোর ধুম। আত্মীয়-স্বজনরা মিলেমিশে একাকার যেন সাকরাইন উৎসবকে কেন্দ্র করে। 

এদিকে, সাকরাইন উৎসব উপলক্ষে গেন্ডারিয়ায় ধূপ খোলা মাঠে সামিল হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৫ আসনের এমপি মশিউর রহমান মোল্লা সজল, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর