রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর-মাঝার দিয়ার এলাকার দুর্গম চরের শতাধিক দুস্থ ও অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ।
মঙ্গলবার বেলা ১১টায় হরিপুর ইউনিয়নের চর-মাঝার দিয়ার চরের বিভিন্ন এলাকা থেকে শীতার্ত নারী-পুরুষ কম্বল নিতে চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসে উপস্থিত হন। হাড় কাঁপানো এই শীতে কম্বল পাওয়ার তালিকায় ছিলেন এতিম, বয়স্ক, প্রতিবন্ধীসহ চরাঞ্চলে পিছিয়ে পড়া শীতার্ত মানুষ। নতুন কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন দুর্গম চরের শীতার্ত মানুষেরা। কম্বল হাতে পেয়ে চর-মাঝার দিয়ার গ্রামের বাসিন্দা সোহাগী বিবি, ইসাহক আলী ও আব্দুল রশিদের মত শতাধিক শীতার্তদের মুখেও ফুটছে হাসির ঝিলিক।
পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ বলেন, পবা উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে এই হাড় কাঁপানো কনকনে শীতে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পবার প্রত্যন্ত চর-মাঝার দিয়ার এলাকার মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। এই মহতী উদ্যোগে রাজশাহী জেলা সমিতির পাশাপাশি বিভিন্ন সংগঠনের সহযোগিতা পাচ্ছি।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল।
বিডি প্রতিদিন/আরাফাত