চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক শাখা) এর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৬ জন অংশগ্রহণ করেন এবং ২৩ জন অনুপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রশাসনের সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। এজন্য আমি কৃতজ্ঞতা জানাই।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. দিদারুল ইসলাম ভূঁইয়া এবং ফুড টেকনোলজি ও নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক।
ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে কন্ট্রোল রুম, শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক, অভিভাবকদের জন্য বিশ্রাম স্থান, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিমসহ কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, এ বছর ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ