টি-টেন ফরম্যাট এখনও আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও, বিশ্বের বিভিন্ন দেশে এই সংক্ষিপ্ত সংস্করণে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে। ব্যাটারদের ঝড়ো ব্যাটিংয়ের জন্য এই ফরম্যাট ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এবার ইংল্যান্ডের ইসিএস টি-টেন লিগে নজিরবিহীন কীর্তি গড়লেন আফগানিস্তানের উসমান গনি। একই ওভারে তুললেন ৪৫ রান!
লন্ডনে অনুষ্ঠিত ম্যাচে লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে গিল্ডফোর্ডের বিপক্ষে ওপেন করতে নামেন গনি। প্রতিপক্ষের বোলার উইল এর্নির এক ওভারে রীতিমতো তাণ্ডব চালান এই ডানহাতি ব্যাটার। ৯ বলের সেই ওভারে আসে ৫টি ছক্কা ও ৩টি চার। একটি চার আসে ওয়াইড ডেলিভারিতে। ওভারের বল-বাই-বল ছিল: ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪।
গনির ব্যাটিং তাণ্ডব এখানেই শেষ নয়। পুরো ম্যাচে তিনি খেলেন মাত্র ৪৩ বলে ১৫৩ রানের এক বিধ্বংসী ইনিংস। ১৭টি ছক্কা ও ১১টি চারে সাজানো ছিল তার ইনিংস, স্ট্রাইকরেট ৩৫৫.৮১!
তার ঝড়ো ইনিংসে ভর করে লন্ডন কাউন্টি নির্ধারিত ১০ ওভারে তোলে ২২৬ রানের পাহাড়সম স্কোর। জবাবে গিল্ডফোর্ড সংগ্রহ করে ৪ উইকেটে ১৫৫ রান। ফলে ৭১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লন্ডন কাউন্টি।
বিডি প্রতিদিন/মুসা