বাংলাদেশের রপ্তানিপণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করায়, বিশেষ করে তৈরি পোশাক খাত অথই পাথারে পড়েছিল। পোশাকশিল্প চরম অনিশ্চয়তার মুখে অস্তিত্বের সংকটে ভুগছিল। লাখ লাখ শ্রমিক-কর্মচারীর পেশাচ্যুতির শঙ্কা সৃষ্টি হয়েছিল। সংশ্লিষ্ট পরিবারগুলো অশেষ দুর্ভোগের শিকার হওয়ার দিন গুনছিল। অনেক চড়াই-উতরাই, দীর্ঘ আলোচনা, দরকষাকষি, জটিল প্রক্রিয়ার পথ পাড়ি দিয়ে, অবশেষে পাল্টা শুল্ক ২০ শতাংশ করে নিতে পারায়, মার্কিন বাজারে বাংলাদেশের প্রতিযোগী অবস্থান বজায় রইল। দেশের পোশাকশিল্পের বিশ্ববাজার হারানোর যে শঙ্কা তৈরি হয়েছিল, তা-ও আপাতত দূর হলো। কারণ তৈরি পোশাকপণ্যে বাংলাদেশের নিকট প্রতিযোগী ভিয়েতনামের ওপরও ২০ শতাংশ শুল্ক নির্ধারিত হয়েছে। তবে ভারতের ওপর ২৫ শতাংশ। চীনের ওপর ৩০ এবং মিয়ানমারের ওপর ৪০ শতাংশ। এসব দেশ বিস্তর কার্যাদেশ হারাবে। তার একটা বড় অংশ স্থানান্তরিত হতে পারে বাংলাদেশে। এমন অনুকূল পরিস্থিতিতে স্বস্তি ফিরেছে দেশের পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে। তাদের মতে, বাংলাদেশের ওপর শুল্ক ২০ শতাংশ নির্ধারিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে আমাদের সুবিধাজনক অবস্থানে থেকে প্রতিযোগিতার সুযোগ রয়েছে। এ ছাড়া রপ্তানি করা তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যে ন্যূনতম ২০ শতাংশ মার্কিন কাঁচামাল ব্যবহার হলে, পাল্টা শুল্ক প্রযোজ্যই হবে না। তাতে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে। এটাও একটা বিশেষ সুযোগ। এসব সম্ভাবনা ধরে রাখার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে পোশাক খাতের উদ্যোক্তাদের। সুষ্ঠু শ্রম পরিবেশ রক্ষা, কাজের মনোন্নয়ন, যথাসময়ে সরবরাহ ইত্যাদি বাণিজ্যিক শর্ত পালনে সতর্কতা অবলম্বনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। বিস্তৃত বিশ্ববাজারেও ব্যবসা সম্প্রসারণে সচেষ্ট হওয়া চাই। এ প্রক্রিয়ায় শিল্প বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে পোশাক খাতের গুরুত্বপূর্ণ অবদান গতিশীলভাবে অব্যাহত রাখতে হবে। অর্জন করতে হবে প্রবৃদ্ধি। বহু কায়ক্লেশে অর্জিত সম্ভাবনার সর্বোচ্চ সদ্ব্যবহার দেখতে চায় জাতি।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
পোশাক খাতে সম্ভাবনা
সর্বোচ্চ সদ্ব্যবহার কাম্য
প্রিন্ট ভার্সন
