ব্যবসাবাণিজ্য শুধু ব্যক্তির সমৃদ্ধি বয়ে আনে না, সমাজ ও দেশের জন্য নিয়ে আসে কল্যাণ। আজ থেকে ৫৩ বছর আগে স্বাধীনতার পর বাংলাদেশ ছিল পৃথিবীর দরিদ্রতম দেশ। বাংলাদেশের স্বাধীনতা যারা মেনে নিতে পারেনি, তারা ব্যঙ্গ করে বলত তলাবিহীন ঝুড়ি। সেই বাংলাদেশ এখন বিশ্বের ২০০ দেশের মধ্যে ৩৪তম অর্থনীতি। ব্যবসাবাণিজ্যের প্রসার দেশকে এ পর্যায়ে নিয়ে এসেছে। করোনাকালে সারা দুনিয়ার মতো মার খেয়েছে বাংলাদেশের অর্থনীতি। সে ক্ষয়ক্ষতি না কাটতেই ইউক্রেন ও গাজা যুদ্ধে সৃষ্ট বিশ্বমন্দা এ দেশের অর্থনীতিকেও ভুগিয়েছে। কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে জুলাই-আগস্টের দুনিয়াকাঁপানো গণ অভ্যুত্থানে দেশের ব্যবসাবাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে অনিবার্যভাবে। এর ফলে যেসব ব্যবসায়ী ঋণখেলাপি হওয়াকে ঘৃণার চোখে দেখতেন তাঁরাও পড়েছেন ঝুঁকির মুখে। এ বাস্তবতায় গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পূর্ববর্তী সময়ে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়া প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি সুবিধা দিয়ে ঋণ পুনঃ তফসিলে বিশেষ নীতি প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ১০ বছর মেয়াদে শ্রেণীকৃত ঋণ পুনঃ তফসিলের সুযোগ পাবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ড রাখা যাবে। এ নীতিমালার মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলোকে স্বস্তি দেওয়া, যারা নিয়ন্ত্রণবহির্ভূত কারণে অর্থনৈতিক মন্দা, মুদ্রার অস্থিরতা ও জ্বালানি-বিদ্যুৎ সংকট ইত্যাদির সম্মুখীন হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনঃ তফসিলের আবেদন গ্রহণ করা হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৩০০ কোটি টাকা পর্যন্ত ঋণ পুনঃ তফসিলের ক্ষমতা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের থাকবে। ঋণ পুনঃ তফসিলের এ উদ্যোগের জন্য বাংলাদেশ ব্যাংক সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে বাস্তবতার দিকে নজর রেখে পুনঃ তফসিলের সীমা ১ হাজার কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের হাতে থাকলে তা ফলপ্রসূ বলে বিবেচিত হবে। কেন্দ্রীয় ব্যাংক আরও কিছুটা উদার হলে সুনামধারী অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষে সংকট থেকে রক্ষা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
শিরোনাম
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটে লড়বেন জোনায়েদ সাকি
- সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই
- আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঋণ পুনঃ তফসিল
আরও উদার হতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর