ব্যবসাবাণিজ্য শুধু ব্যক্তির সমৃদ্ধি বয়ে আনে না, সমাজ ও দেশের জন্য নিয়ে আসে কল্যাণ। আজ থেকে ৫৩ বছর আগে স্বাধীনতার পর বাংলাদেশ ছিল পৃথিবীর দরিদ্রতম দেশ। বাংলাদেশের স্বাধীনতা যারা মেনে নিতে পারেনি, তারা ব্যঙ্গ করে বলত তলাবিহীন ঝুড়ি। সেই বাংলাদেশ এখন বিশ্বের ২০০ দেশের মধ্যে ৩৪তম অর্থনীতি। ব্যবসাবাণিজ্যের প্রসার দেশকে এ পর্যায়ে নিয়ে এসেছে। করোনাকালে সারা দুনিয়ার মতো মার খেয়েছে বাংলাদেশের অর্থনীতি। সে ক্ষয়ক্ষতি না কাটতেই ইউক্রেন ও গাজা যুদ্ধে সৃষ্ট বিশ্বমন্দা এ দেশের অর্থনীতিকেও ভুগিয়েছে। কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে জুলাই-আগস্টের দুনিয়াকাঁপানো গণ অভ্যুত্থানে দেশের ব্যবসাবাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে অনিবার্যভাবে। এর ফলে যেসব ব্যবসায়ী ঋণখেলাপি হওয়াকে ঘৃণার চোখে দেখতেন তাঁরাও পড়েছেন ঝুঁকির মুখে। এ বাস্তবতায় গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পূর্ববর্তী সময়ে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়া প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি সুবিধা দিয়ে ঋণ পুনঃ তফসিলে বিশেষ নীতি প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ১০ বছর মেয়াদে শ্রেণীকৃত ঋণ পুনঃ তফসিলের সুযোগ পাবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ড রাখা যাবে। এ নীতিমালার মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলোকে স্বস্তি দেওয়া, যারা নিয়ন্ত্রণবহির্ভূত কারণে অর্থনৈতিক মন্দা, মুদ্রার অস্থিরতা ও জ্বালানি-বিদ্যুৎ সংকট ইত্যাদির সম্মুখীন হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনঃ তফসিলের আবেদন গ্রহণ করা হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৩০০ কোটি টাকা পর্যন্ত ঋণ পুনঃ তফসিলের ক্ষমতা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের থাকবে। ঋণ পুনঃ তফসিলের এ উদ্যোগের জন্য বাংলাদেশ ব্যাংক সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে বাস্তবতার দিকে নজর রেখে পুনঃ তফসিলের সীমা ১ হাজার কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের হাতে থাকলে তা ফলপ্রসূ বলে বিবেচিত হবে। কেন্দ্রীয় ব্যাংক আরও কিছুটা উদার হলে সুনামধারী অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষে সংকট থেকে রক্ষা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
ঋণ পুনঃ তফসিল
আরও উদার হতে হবে
প্রিন্ট ভার্সন
