কী কঠিন বাস্তবতার তথ্য উঠে এলো বিশ্বব্যাংকের এক তাৎপর্যপূর্ণ গবেষণায়! তার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর গরমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ক্ষতির ফলে বাংলাদেশের মানুষের ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। অন্তত ২১ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে, যা দেশজ উৎপাদনের (জিডিপি) শূন্য দশমিক ৪ ভাগ। ওই গবেষণায় ১৯৮০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এ ছাড়া দুই দফায় বড় জরিপ করা হয়েছে ২০২৪ সালে। তাতে দেখা গেছে, চব্বিশের এপ্রিলে টানা যতদিন তাপপ্রবাহ হয়েছে, আগের ৭৬ বছরে তেমনটা হয়নি। তবে এটা যে হঠাৎ করেই হয়েছে তাও নয়, প্রায় চার দশকে বাংলাদেশে গড় তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি। রাজধানী ঢাকার তাপমাত্রা বৃদ্ধি এর চেয়ে বেশি হারে। বৈশ্বিকভাবে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে। এই ক্রমাগত তাপ বৃদ্ধির প্রভাব পড়ছে মানুষের শরীর ও মনের স্বাস্থ্যের ওপর। গরমে বাড়ে অসুস্থতা। সর্দি-কাশি-ডায়রিয়া, বিষণ্নতা-উদ্বেগে ভোগে মানুষ। কর্মদিবস নষ্টে আর্থিক ক্ষতির অঙ্ক বাড়তে থাকে, যা জিডিপিতে পর্যন্ত আঘাত করে। জলবায়ু পরিবর্তনজনিত তাপমাত্রা বৃদ্ধি দেশের সমাজ ও অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে, এ তথ্য অজানা নয়। বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদন সেই জানা বিষয়কে বৈজ্ঞানিক ভিত্তি দিল। প্রশ্ন হচ্ছে, প্রকৃতির এই বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় কী? এ ক্ষেত্রে তাপপ্রবাহকে সরকারি স্তরে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করা, বহুপক্ষীয় টাস্কফোর্স তৈরি, সুনির্দিষ্ট নগর পরিকল্পনা গ্রহণ, তাপজনিত সমস্যাকে স্বাস্থ্য খাতে গুরুত্ব দেওয়াসহ বেশ কিছু পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। স্থানীয় সরকার কর্তৃপক্ষকে আরও জোরদার ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তাপ মোকাবিলা ও অর্থনৈতিক ক্ষতি নিরসনে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির সুপারিশও করা হয়েছে। তাপপ্রবাহের এ নীরব ঘাতকের ছোবল থেকে রক্ষা পেতে শহর-বন্দর, গ্রামেগঞ্জে ব্যাপকভিত্তিক বনায়ন প্রয়োজন। সবুজের গাঢ়, ছায়াশীতল আচ্ছাদন সৃষ্টি করা চাই পরিপার্শ্ব ঘিরে। রক্ষা করতে হবে নদী-খাল, হাওর-বাঁওড়সহ সব জলাশয়। এর পাশাপাশি ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে নারী-শিশু-বৃদ্ধসহ সবার সুস্থতায় জনসচেতনতা গড়ে তুলতে হবে। এসব কিছুতে পরিকল্পনা গ্রহণ, তা বাস্তবায়ন ও জনসুরক্ষার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। আর তার পাশে দাঁড়াতে হবে সুশীল সমাজসহ সামর্থ্যবান শ্রেণি, বেসরকারি সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে।
শিরোনাম
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ