গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে রায়হান নামে তিন মাস বয়সি শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন শিশুটির বাবা রিপন হোসেন (২৩) ও মা হাফিজা আক্তার (২০)। গতকাল ভোরে সিটি করপোরেশনের পুবাইল থানাধীন মিরেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতঘরের পাশে রান্নার ঘরে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। গ্যাস সিলিন্ডারটির মাথার রেগুলেটর লুজ থাকায় রাতভর গ্যাস বের হয়ে রান্নাঘরে জমে থাকে। ভোরে শিশুর দুধ গরম করার জন্য চুলায় গ্যাস ছেড়ে ম্যাচ দিয়ে আগুন ধরাতে গেলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুনে হাফিজার পাশাপাশি ঘরে থাকা রিপন ও শিশু রায়হানও দগ্ধ হয়। স্থানীয়রা দগ্ধ তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে শিশুসহ তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। রিপন মিয়ার শরীরের ৮০ শতাংশ ও হাফিজা আক্তারের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুবাইল থানার ওসি এস এম আমিরুল ইসলাম জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।