রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি এখন বিপদসীমার কাছাকাছি। তাই খুলে দেওয়া হচ্ছে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে। বিকাল ৩টায় কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খোলা হবে। এতে কর্ণফুলী নদীতে পানি ছাড়া হবে ৯ হাজার কিউসেক।
আজ সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের মাহমুদ হাসান এ তথ্য জানান।
বিউবো সূত্রে জানাযায়, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে রাঙামাটি কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রুলকার্ভ অনুযায়ী পানি রয়েছে ১০৭ ফুট এমএসএল। যা একেবারে বিপদসীমার কাছাকাছি। বর্তমানে হ্রদের পানি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাই আপাতত ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে। তবে হ্রদের পানি আরও বৃদ্ধি পেলে আবারও পানি ছাড়ার সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে জানান বিউবো।
অন্যদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় সচল আছে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট। এসব ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের ফলে পানি নিষ্কাশিত হচ্ছে প্রায় ৩২ হাজার কিউসেক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন