যুক্তরাষ্ট্রে আকাশ জুড়ে ৮২৯ কিলোমিটার দীর্ঘ বজ্রপাতের ঘটনা ঘটেছে, যা নতুন বিশ্বরেকর্ড তৈরি করেছে। এই বজ্রপাত টেক্সাস থেকে শুরু হয়ে কানসাস শহরের কাছাকাছি পর্যন্ত বিস্তৃত ছিল—যা প্রায় পুরো ব্রিটেনের দৈর্ঘ্যের সমান।
বিজ্ঞানীরা জানান, ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালে। তবে সে সময় এত দীর্ঘ বজ্রপাত শনাক্ত করা সম্ভব হয়নি। সম্প্রতি ব্যবহৃত উন্নত প্রযুক্তির সাহায্যে বিষয়টি নিশ্চিত করা গেছে। নতুন এই রেকর্ড ভেঙে দিয়েছে ২০২০ সালে ঘটানো ৭৬৮ কিলোমিটার দীর্ঘ বজ্রপাতের রেকর্ড।
এটি প্রথমবার নয় যে নতুন প্রযুক্তি বজ্রপাতের রেকর্ড বদলে দিয়েছে। ২০২২ সালে দক্ষিণ আমেরিকায় বিজ্ঞানীরা একটি বজ্রপাত শনাক্ত করেন, যা ১৭.১০২ সেকেন্ড স্থায়ী ছিল। তুলনায় দেখা যায়, এটি উসাইন বোল্টের ১০০ মিটার দৌড়ের সময়ের প্রায় দ্বিগুণ। এমনকি জাপানের কিশোর দৌড়বিদ সোরাতো শিমিজুর দৌড়ের সময়ের চেয়েও বেশি সময় ধরে স্থায়ী হয়েছিল এই বজ্রপাত।
বিজ্ঞানীরা জানান, বজ্রপাত মূলত মেঘের ভেতর তৈরি হয়। বরফ কণার ঘর্ষণে উৎপন্ন বিদ্যুৎ একসময় মাটিতে বা অন্য মেঘে আঘাত হানে, যা আমরা বজ্রপাত হিসেবে দেখি। আগে বজ্রপাত মাপা হতো মাটির সেন্সরের মাধ্যমে, কিন্তু বর্তমানে ‘অরবিটাল স্যাটেলাইট’ নামের বিশেষ উপগ্রহ ব্যবহার করা হচ্ছে। মহাকাশ থেকে এই স্যাটেলাইট বজ্রপাত পর্যবেক্ষণ ও দূরত্ব পরিমাপ করতে সক্ষম।
সোর্স: বিবিসি
বিডি প্রতিদিন/আশিক