দেশ মাঘের শীতে জবুথবু। রংপুরেও বেশ কদিন থেকে শীতের কারণে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। কিন্তু প্রকৃতির বিচিত্র খেয়ালে মঙ্গলবার সারাদিন ছিল রৌদ্রোজ্জ্বল। রোদের তীব্রতা ততটা প্রখর না হলেও মানুষকে বলতে শোনা গেছে, মাঘে শীতের আকাশে দেখা দিয়েছে মেঘমুক্ত শরতের সূর্য। একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।
রংপুরে কয়েকদিনের শৈত্যপ্রবাহের পর হঠাৎ মঙ্গলবার সকালে ঝকঝকে রোদ দেখা দেওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরিছে। বেলা যত বাড়তে থাকে, রোদের তীব্রতাও বাড়তে থাকে। দুপুরে কিছুটা গরম অনুভব হয় এই অঞ্চলে। বিকেল হতে হতে রোদের তীব্রতা কমে আবার শীত অনুভূত হতে থাকে।
আবহাওয়া অফিসের কর্মকর্তারাও বিষয়টি প্রত্যক্ষ করেছেন। তারা বলছেন, হঠাৎ সূর্যের তাপ বেড়ে যাওয়ায় কুয়াশা সরে গিয়ে এমন গরম অনুভূত হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের প্রভাব ও আদ্রতাও কমে যাওয়ায় শীতের মাত্রা হঠাৎ করে কিছুটা কমে গিয়ে ভিন্ন আমেজ অনুভূত হয়েছে। শীতকালে সচরাচর এমন আবহাওয়া দেখা যায় না।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, মঙ্গলবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিডি প্রতিদিন/এমআই