হাড় কাঁপানো শীতে মানুষের জীবন যখন জবুথবু অবস্থা। ঠিক তখন তিন বারের সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের কনিষ্ঠপুত্র ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ বানারীপাড়া ও উজিরপুরের দুস্থ শীতাতদের পাশে দাঁড়িয়েছেন।
রবিবার (২১ জানুয়ারি) দিনভর তিনি বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রামের নিজ বাড়িতে, বাইশারী বাজার, সন্ধ্যা নদীর দুই তীর শিয়ালকাঠি ও বানারীপাড়া ফেরিঘাট, বন্দর বাজার, পৌর শহরের নিজ বাড়িতে ও উজিরপুর উপজেলার ইচলাদী স্ট্যান্ডে রিক্সা-ভ্যান, বৌ গাড়ি ও ইজিবাইক গাড়িরচালক, ছিন্নমূল মানুষ, মাদরাসার শিক্ষার্থী ও ইয়াতিমখানার শিশু শিক্ষার্থীসহ প্রায় আড়াই হাজার দুস্থ শীর্তাত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাঁদর) বিতরণ করেন। এসময় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এমএ সালেক হাওলাদার, সমাজকর্মী মীর সহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চোকদার, রাশেদুল হাসান মিলন মুন্সী, আ. রশিদ বালী প্রমুখ তার সঙ্গে ছিলেন।
এদিকে, সোমবার (২২ জানুয়ারি) বানারীপাড়া পৌর শহরসহ উপজেলার ৮ ইউনিয়নে তার পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ বলেন, বাবা আমৃত্যু জনকল্যাণে কাজ করে গেছেন। অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের ভরসার স্থল ছিলেন। তার সন্তান হিসেবে আমরাও সেই আদর্শে জীবন পরিচালিত করছি। বাবার মত আমৃত্যু দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণে কাজ করে যাবো।