এবারের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছিলেন না বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামোদরকাঠী গ্রামের দরিদ্র রমজান খান সাব্বির। এ খবর জানার পর তাকে মেডিকেল কলেজে ভর্তির আর্থিক সহায়তা এবং মেডিকেলের প্রথম বর্ষের বই কিনে দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে দরিদ্র মেধাবী সাব্বিরের হাতে নগদ ২৫ হাজার টাকা এবং প্রথম বর্ষের বই তুলে দেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনদীপ ঘরাই, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, সাব্বিরের বাবা ফিরোজ খান এবং তার স্কুল শিক্ষক মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেডিকেল কলেজে ভর্তির অর্থ সহায়তা এবং প্রথম বর্ষের বই উপহার পেয়ে খুশি দরিদ্র মেধাবী রমজান খান সাব্বির ও তার বাবা ফিরোজ খান।
সাব্বির মেধাবী হওয়ায় স্কুল থেকেও তাকে বিনামূল্যে লেখাপড়া করানো হয়েছে বলে জানিয়েছেন তার স্কুল উজিরপুরের এইচএম ইনস্টিটিউটের সহকারি শিক্ষক মনিরুল ইসলাম।
মেধাবী সাব্বিরকে এমবিবিএস অতিক্রম করতে সার্বিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
এর আগে অর্থাভাবে ভর্তি হতে না পাড়ার খবর জানতে পেরে গত মঙ্গলবার বিকেলে মেধাবী সাব্বিরকে মেডিকেল কলেজে ভর্তির জন্য ১৯ হাজার টাকা অর্থ সহায়তা দেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
উজিরপুরের শোলক ইউনিয়নের দামোদরকাঠী গ্রামের দরিদ্র্য ফিরোজ খান অন্যের জমিতে শ্রমিকের কাজ করে কখনো আবার ফেরি করে লুঙ্গি গামছা বিক্রি করে স্ত্রী ও ২ সন্তানের ভরন পোষন চালান। তার ছেলে রমজান খান সাব্বির এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির টাকা জোগাড় করতে না পাড়ায় হতাশায় ভুগছিলো সাব্বিরসহ পুরো পরিবার। অবশেষে উপজেলা ও জেলা প্রশাসনের সহায়তায় হতাশা কেটেছে সাব্বিরের পরিবারের।
বিডি প্রতিদিন/এএ