১০ মার্চ, ২০২৪ ১৭:০১

বরিশালে বাংলাদেশ প্রতিদিনের ১৫তম বর্ষে পদার্পণ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বাংলাদেশ প্রতিদিনের ১৫তম বর্ষে পদার্পণ উদযাপন

কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে বাংলাদেশ প্রতিদিনের ১৫তম বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক (বরিশাল) রাহাত খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল বাতেন চৌধুরী ও প্রক্টর ড. আবদুল কাইয়ুম, সনাক বরিশালের সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, শিক্ষক নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন ও বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিইমজা) সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী মামুন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা, ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজ, চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, আঞ্চলিক জাগোনারী পত্রিকার সম্পাদক গোপাল সরকার, দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান জিয়া শাহিন, সময়ের আলো পত্রিকার ব্যুরো প্রধান এম. মোফাজ্জেল, বাংলা নিউজটোয়েন্টিফোরডট কমের বিশেষ প্রতিনিধি মুশফিক সৌরভ, আঞ্চলিক দৈনিক আলোকিত বরিশালের নির্বাহী সম্পাদক এম জহির, আঞ্চলিক দৈনিক মতবাদের বার্তা সম্পাদক খান রুবেল, ফটো সাংবাদিক ঐক্য পরিষদের নেতা খান মনিরুজ্জামান, আলআমিন সাগর, ফারুক লিটু, জুয়েল রানা, শাকিউজ্জামান মিলন, সংবাদপত্র হকার্স ইউনিয়নের কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান রিপনসহ অন্যান্যরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বাংলাদেশ প্রতিদিন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে। স্বাধীনতার স্বপক্ষের এই পত্রিকায় উদ্ভাবন-আবিষ্কারসহ পজেটিভ সংবাদ প্রকাশ করে জনগণের মাঝে জাগরণ সৃষ্টি করেছে। পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের মন জয় করে দেশের শীর্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন যুগ যুগান্তর বেঁচে থাকবে বলে তিনি প্রত্যাশা করেন। 

পরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া অতিথিদের নিয়ে কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের ১৫তম বর্ষে পদার্পণ উদযাপন করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর