১৪ মার্চ, ২০২৪ ১৬:০৭

হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়

অনলাইন ডেস্ক

হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়

ডা. দিলীপ কুমার রায়

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে ডা. দিলীপ কুমার রায়কে নিয়োজিত করা হয়েছে। 

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান জাতীয় সংসদ কর্তৃক পাশকৃত "বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩" এর ৪৫(৩) এর (ঙ) উপধারা অনুযায়ী সদ্য বিলুপ্ত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড-এর সাবেক চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় মহোদয় নবপ্রতিষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োজিত হয়েছেন। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের গত ১২/৩/২০২৪ তারিখের স্বারক পত্রাদেশের আলোকে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কাউন্সিলের কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। 

উল্লেখ, ডা. দিলীপ কুমার রায় বিগত সময়ে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছেন, যার মধ্যে 

১. হোমিওপ্যাথি বোর্ডের নিজস্ব ভবন প্রতিষ্ঠা  
২. বোর্ডের নিজেস্ব ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন।
৩. হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে জাতীয় স্বাস্থ্য নীতিতে অন্তর্ভুক্ত করন।
৪. হোমিওপ্যাথিক চিকিৎসকদের সরকারি চাকরি প্রদান।
৫. বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সরকারি বেতন ভাতা প্রদান।
৬. কলেজসমূহের অবকাঠামোর উন্নয়ন। 

এছাড়া হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ মহান জাতীয় সংসদে পাশ করা সহ ব্যাপক উন্নয়ন সাধিত করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর